বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

ইস্টবেঙ্গলের পর কলকাতার আরও একটা ক্লাবকে হারাল Neroca FC

ইস্টবেঙ্গলের পর কলকাতার আরও একটা ক্লাবকে হারাল Neroca FC
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Neroca-FC.jpg
আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে আপাতত ক্লাব ফুটবলে বিরতি। ইন্ডিয়ান সুপার লিগ ইতিমধ্যে শুরু হয়েছে। এখন সাময়িক বিশ্রাম। তবে সবাই বিশ্রাম করার মেজাজে নেই। বরং উৎসবের মধ্যেও চলছে অনুশীলন, চলছে প্রস্তুতি ম্যাচ খেলার পর্ব। খেলার নিরিখে ইন্ডিয়ান সুপার লীগ ও আই লীগের মধ্যে ব্যবধান ক্রমে কমে আসছে বলে অনেকে মনে করছেন।  ISL এর দলগুলোকে জোর লড়াই দেওয়ার মতো ক্ষমতা রাখছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টের দলগুলো। আই লীগের অন্যতম ক্লাব Neroca FC নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে কলকাতায়। ইতিমধ্যে একাধিক ম্যাচ তারা খেলেছে তিলোত্তমায়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিল Neroca। ইস্টবেঙ্গল হারলেও ভালো খেলেছিল। মূলত রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছিল সেই […]


আরও পড়ুন ইস্টবেঙ্গলের পর কলকাতার আরও একটা ক্লাবকে হারাল Neroca FC

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম