National Games: ঝাড়খণ্ড ফুটবল দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে বাংলা
National Games: ঝাড়খণ্ড ফুটবল দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে বাংলা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Bengal-Womens-Football-te.jpg
গত কয়েকদিন আগেই জাতীয় টুর্নামেন্টে (National Games) অংশগ্রহণ করার জন্য তড়িঘড়ি করে স্কোয়াড তৈরি করে নিজেদের মহিলা দলকে পাঠিয়ে দেওয়া হয় হয় গোয়ায়। গত ২৭ তারিখ থেকে নিজেদের অভিযান শুরু করে বাংলার মহিলা দল। প্রতিপক্ষ হিসেবে ছিল তামিলনাড়ু। তারপর আজ বেলার দিকে শক্তিশালী ঝাড়খণ্ড দলের বিপক্ষে খেলতে নামে রত্না-রিম্পারা। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় বাংলা ফুটবল দল। দলের হয়ে গোল করেন যথাক্রমে রিম্পা, মৌসুমি ও দেবনীতা। তাদের আজ ম্যাচের রাশ চলে আসে বাংলার। যারফলে, এবার আত্মবিশ্বাসের তুঙ্গে গোটা দল। এবার পরবর্তী রাউন্ডের লড়াই। সেইজন্যই এবার দলকে ব্যাপকভাবে প্রস্তুত করছেন দলের কোচ। উল্লেখ্য, অন্যান্য দল গুলির […]
আরও পড়ুন National Games: ঝাড়খণ্ড ফুটবল দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে বাংলা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম