Mohun Bagan Footballer: চোটের কবলে সবুজ-মেরুন তারকা, কবে ফিরবেন মাঠে?
Mohun Bagan Footballer: চোটের কবলে সবুজ-মেরুন তারকা, কবে ফিরবেন মাঠে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/07/Anwar-Ali.jpg
গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচ খেলেছে মোহনবাগান (Mohun Bagan)। যেখানে এগিয়ে থেকে ও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেদের। যা নিয়ে খুব একটা খুশি নন দলের স্প্যানিশ কোচ। একাধিক অভিযোগ ও উঠে এসেছে তার থেকে। এসবের মাঝেই বাড়তি অস্বস্তিতে ফেলেছে তারকা ডিফেন্ডার আনোয়ার আলির চোট। যা নিয়ে ব্যাপক চিন্তায় সকলে। ঠিক কি হয়েছিল কাল মাঠের মধ্যে? আসলে, ম্যাচের ঠিক সেকেন্ড হাফে খেলা চলাকালীন আচমকাই চোট আসে এই ভারতীয় ডিফেন্ডারের। আসলে শট মারতে গিয়ে বলের বদলে মাটিতে পা রেখে ফেলেন আনোয়ার। এরপর খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিকভাবে মাঠে তার চিকিৎসা করা হলেও […]
আরও পড়ুন Mohun Bagan Footballer: চোটের কবলে সবুজ-মেরুন তারকা, কবে ফিরবেন মাঠে?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম