সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

Mohammedan SC: জয় এলেও প্রথম একাদশে কেনও থাকলেন না তন্ময় ও ডেভিড ?

Mohammedan SC: জয় এলেও প্রথম একাদশে কেনও থাকলেন না তন্ময় ও ডেভিড ?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/David-Lalhlansanga.jpg
টানা তিনবার কলকাতা লিগ জয় করার পর আইলিগে ও চেনা ছন্দে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। গতকাল, রবিবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সাদা-কালো ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে স্যামুয়েল ও অ্যালেক্সিস গোমেজ। অপরদিকে আইজল এফসির হয়ে একটিমাত্র গোল করেন লালরিনফেলা। এই জয়ের ফলে যথেষ্ট খুশি সকলে। এই জয় আগামী দিনে অন্যান্য ম্যাচ গুলির ক্ষেত্রে ও যে বাড়তি আত্মবিশ্বাস দেবে দলের ফুটবলারদের মধ্যে সেইকথা কিন্তু বলাই চলে। এখন কয়েকদিন বিশ্রাম তারপর ফের নিজেদের ঘরের মাঠে অর্থাৎ নৈহাটি স্টেডিয়ামে শিলং লাজং এফসির মুখোমুখি […]


আরও পড়ুন Mohammedan SC: জয় এলেও প্রথম একাদশে কেনও থাকলেন না তন্ময় ও ডেভিড ?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম