বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

Manalo Marquez: জিততে না পেরে নিজেকে কাঠগড়ায় তুলছেন আইএসএল কোচ

Manalo Marquez: জিততে না পেরে নিজেকে কাঠগড়ায় তুলছেন আইএসএল কোচ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Manolo-Marquez.jpg
গোলশূন্য ভাবে শেষ হয়েছে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া ম্যাচ। একটিও গোল হয়নি। দুই দলই গোল করার জন্য পরিচিতি। শেষ পর্যন্ত কোনো পক্ষই আর ঝুঁকি নিতে চায়নি। ঝুঁকি নিলে হয়তো ভালো হতো, সাংবাদিক সম্মেলনে আক্ষেপ এফসি গোয়া কোচ মানালো মার্কেজের (Manalo Marquez)। গোল করার মতো একাধিক পরিস্থিতি তৈরি করেছিল এফসি গোয়া। সাতটা শট ছিল অন টার্গেট। গুরপ্রীত সিং সন্ধু বুধবারের ম্যাচের দারুণ ফর্মে ছিলেন। ছয়টি ক্ষেত্রে দলের নিশ্চিত পতন রোধ করেছেন তিনি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট না পেলেও চলতি আইএসএল এ অপরাজিত রইল গোয়া। ম্যাচের পর মানালো বলেছেন, “পুরো পয়েন্ট হয়তো পাওয়া যেত। এর জন্য আমি নিজেই দায়ী। সাহস […]


আরও পড়ুন Manalo Marquez: জিততে না পেরে নিজেকে কাঠগড়ায় তুলছেন আইএসএল কোচ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম