শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

I-League: যাত্রা শুরু করছে ইন্টারকাশি, যথেষ্ট আশাবাদী কোচ সান্তামারিনা

I-League: যাত্রা শুরু করছে ইন্টারকাশি, যথেষ্ট আশাবাদী কোচ সান্তামারিনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Carlos-Santamarina.jpg
কিছুদিন আগেই নয়া আইলিগ (I-League) মরশুমের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইন্টারকাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। যেখানে প্রথমদিকে হাতে গোনা কয়েকজন ফুটবলারের নাম থাকলে ও পরবর্তীতে ক্রমশ দীর্ঘ হতে থাকে সেই তালিকা। ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে রেজিস্ট্রেশন অনুযায়ী নাম নথিভুক্ত করা হবে নয়া ফুটবলারদের। সেইমতো সময় এগোনোর সাথে সাথে একের পর এক দাপুটে ফুটবলারদের দেখা গিয়েছে দলের স্কোয়াডে। যার মধ্যে ছিলেন জুলিন পেরেজ থেকে শুরু করে বিকাশ সিং পিজমের মতো একাধিক দেশীয় দাপুটে ফুটবলাররা। পরবর্তীতে পেরেজের পাশাপাশি একাধিক স্প্যানিশ তারকাকে দলে যুক্ত করে এই নয়া ফুটবল ক্লাব। যারমধ্যে অন্যতম হলেন জর্ডন লামেলা। শেষ ফুটবল মরশুমে স্পেনের অ্যান্তোনিয়ানোর […]


আরও পড়ুন I-League: যাত্রা শুরু করছে ইন্টারকাশি, যথেষ্ট আশাবাদী কোচ সান্তামারিনা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম