সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

রাস্তায় থাকতেন, র‍্যাপার এমসি স্ট্যানের গলায় এখন দেড় কোটির হীরের নেকলেস

রাস্তায় থাকতেন, র‍্যাপার এমসি স্ট্যানের গলায় এখন দেড় কোটির হীরের নেকলেস
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/MC-Stan.jpg
পায়ে ৮০ হাজার টাকার জুতো, গলায় ১.৫ কোটি দামের হীরার নেকলেস পেশায় একজন র‍্যাপার। ভারতের বিগ বস রিয়েলিটি শোয়ের বিজেতা তিনি। ট্রোফির পাশাপাশি জিতেছেন ৩১ লক্ষ ৮০ হাজার টাকা এবং একটি গাড়ি। তার জীবন বর্তমানে চাকচিক্যময় হলেও তার দুই চোখে লেগে আছে দারিদ্রের গভীর অন্ধকার। বলছি হায়দ্রাবাদের এমসি স্ট্যানের কথা। এমসি স্ট্যানের জন্ম ১৯৯৯ সালের ৩০ আগস্ট পুণের একটি বস্তিতে। মহারাষ্ট্রের পুলিশ দফতরে কাজ করতেন তার বাবা। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এই পরিস্থিতিতেও গান বাজনায় ঝুঁকেছিলেন স্ট্যান। ১২ বছর বয়স থেকে কাওয়ালি গাইতেন তিনি। পরে ভিন্ন স্বাদের গানের সঙ্গে পরিচয় হয় তার। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন ইংলিশ […]


আরও পড়ুন রাস্তায় থাকতেন, র‍্যাপার এমসি স্ট্যানের গলায় এখন দেড় কোটির হীরের নেকলেস

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম