মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বাস্তবেই রয়েছে হীরের শহর ! অবাক বিশ্ব

বাস্তবেই রয়েছে হীরের শহর ! অবাক বিশ্ব
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Diamond-City.jpg
এমন এক শহর যেখানে পড়ে রয়েছে হাজারো হীরা।সেই শহরের বাড়ীর দেওয়াল থেকে শুরু করে সিঁড়ি সবকিছুতেই ছড়িয়ে রয়েছে মহা মূল্যবান হীরা। রূপকথা নয়, বাস্তবে এই পৃথিবীতে আছে এই‌ শহরের অস্তিত্ব। জার্মানের ব্যাভারিয়ায় অবস্থিত প্রাচীন এই নর্দালিনগেন শহরে এই হীরার দেশ। ওই অঞ্চলের স্থাপত্য রীতি মেনে বানানো সেখানকার গির্জার সিঁড়িতে সূর্যরশ্মি পড়লে ঝলমল করে ওঠে। অন্যান্য স্থাপত্যগুলোতে দেওয়াল ও সিঁড়িতে হীরা খচিত। ধারণা করা হয় ১৪২৭ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দে এই গির্জাটি বানানো হয়েছে। এত পুরোনো‌ গির্জার সিঁড়ি বাদামী ধারণ না করে জ্বলজ্বল করছে। এর কারণ‌ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পুরো টাওয়ারটি তৈরি সোভাইড পাথর দিয়ে। এর মধ্যে রয়েছে প্রচুর হীরে। হীরাগুলো […]


আরও পড়ুন বাস্তবেই রয়েছে হীরের শহর ! অবাক বিশ্ব

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম