শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

সিপিআইএমের সাথে কেউ চা খাবেন না বলা জ্যোতিপ্রিয়কে বাম কটাক্ষ 'এবার জেলের ভাত খাক'

সিপিআইএমের সাথে কেউ চা খাবেন না বলা জ্যোতিপ্রিয়কে বাম কটাক্ষ 'এবার জেলের ভাত খাক'
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/joyti.jpg
সিপিআইএম সাথে কেউ চা খাবেন না। সিপিআইএমের কেউ নিমন্ত্রণ বাড়িতে গেলে তার পাশে বসবেন না এরকম অনেক ফতোয়া জারি করে হাসির খোরাক হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির তদন্তে তিন গ্রেফতার হয়েছেন। এখন মন্ত্রীত্ব পদ খোয়া যাওয়ার জোরালো ইঙ্গিত তৈরি হয়েছে। বাম মহলের কটাক্ষ, এখন ওর জায়গা হবে জেলে। খাবে জেলের ভাত। গ্রেফতারির সময় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি নিশানা করেন বিজেপিকেও। তিনি কোন ষড়যন্ত্রের শিকার ? কী বলতে চাইছেন জ্যোতিপ্রিয় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বালু? এই প্রশ্নে সরগরম রাজনৈতিক মহল। এদিকে গ্রেফতারির পরই জ্যোতিপ্রিয়কে মন্ত্রীত্ব পদ থেকে সরানো নিয়ে ক্রমশ চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের […]


আরও পড়ুন সিপিআইএমের সাথে কেউ চা খাবেন না বলা জ্যোতিপ্রিয়কে বাম কটাক্ষ 'এবার জেলের ভাত খাক'

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম