রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Manipur Violence: মণিপুরে এক জওয়ানকে অপহরণ করে খুন, ফের ছড়াল হিংসা

Manipur Violence: মণিপুরে এক জওয়ানকে অপহরণ করে খুন, ফের ছড়াল হিংসা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/manipur.jpg
বিজেপি শাসিত মণিপুরে নতুন করে হিংসাত্মক পরিবেশ (Manipur Violence) ছড়াল। এবার এক সেনা কর্মীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছে।মৃতের নাম সার্তো থাংথাং কমকে। ছুটিতে থাকা ওই জওয়ানকে অপহরণ করে খুন করা হয় পশ্চিম ইম্ফলে। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীর মৃতের দশ বছর বয়সী ছেলে। তার দাবি আততায়ীরা বাবাকে ঘিরে ধরেছিল। একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে মেরে ফেলে। মণিপুরের লেইমাখং মিলিটারি স্টেশনে নিয়োজিত সিপাহী সার্তোকে তারুং। তার বাড়ি ইম্ফল পশ্চিমের হ্যাপি ভ্যালি। বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল গত 16 সেপ্টেম্বর আনুমানিক সকাল দশটা নাগাদ। তিনজন অজ্ঞাত ব্যক্তি জবরদস্তি সেনা কর্মীর বাড়িতে প্রবেশ করে তাকে অপহরণ করে। ঘণ্টার পর ঘণ্টাও […]


আরও পড়ুন Manipur Violence: মণিপুরে এক জওয়ানকে অপহরণ করে খুন, ফের ছড়াল হিংসা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম