G-20: 'জয় সিয়া রাম' ধ্বনিতে এলেন ভারতের জামাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক
G-20: 'জয় সিয়া রাম' ধ্বনিতে এলেন ভারতের জামাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Rishi-Sunak.jpg
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে (Ashwini Kumar Choubey) শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (British PM Rishi Sunak) এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে (Akshata Murty) পালাম বিমানবন্দরে “জয় সিয়া রাম” (Jai Siya Ram) দিয়ে স্বাগত জানিয়েছেন, যেখানে তাঁরা ১৮ তম G20 সম্মেলনে (18th G20 Summit) অংশ নিতে অবতরণ করেন। অশ্বিনী কুমার চৌবে প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে রুদ্রাক্ষ, ভগবদ গীতা এবং হনুমান চালিসার একটি অনুলিপি উপহারও দেন। নয়াদিল্লিতে আসার সময় ঋষি সুনাক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান যে তাঁর ভারত সফর “স্পষ্টতই বিশেষ। ভারতে তাঁকে “জামাই” বলে সম্বোধন করা নিয়েও মজা করেন তিনি। ঋষি সুনক ভারতীয় বংশোদ্ভূত প্রথম […]
আরও পড়ুন G-20: 'জয় সিয়া রাম' ধ্বনিতে এলেন ভারতের জামাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম