Dimitri Petratos: ম্যাচের পর সাফাই দিলেন মোহনবাগানের 'স্বার্থপর' বিদেশি
Dimitri Petratos: ম্যাচের পর সাফাই দিলেন মোহনবাগানের 'স্বার্থপর' বিদেশি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Dimitri-Petratos.jpg
প্রতিপক্ষের দুজন ফুটবলার মাঠের বাইরে। তারপরেও নাকি মাত্র একটি গোল। একের পর এক সুযোগ কার্যত উড়িয়ে দিয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ন’জনের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একাধিক গোল না দেখে কিছুটা অসন্তুষ্ট মোহন বাগান সুপার জায়ান্ট সমর্থকদের একাংশ। একাধিক গোল না হওয়ার জন্য অনেকে দিমি পেত্রতসকে (Dimitri Petratos) কাঠগড়ায় তুলেছেন। গত মরসুম থেকে সবুজ মেরুন শিবিরের নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার দিমি পেত্রতস। গত মরসুমে স্ট্রাইকারবিহীন এটিকে মোহন বাগানের গোল করার লোকের অভাব অনেকটা ঢেকে দিয়েছিলেন তিনি। এবারেও রয়েছেন গোলের মধ্যে। পেত্রতসের যে গোল ক্ষুধা রয়েছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি কি প্রকৃত টিম ম্যান? […]
আরও পড়ুন Dimitri Petratos: ম্যাচের পর সাফাই দিলেন মোহনবাগানের 'স্বার্থপর' বিদেশি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম