Chennei: ব্যাগ ভর্তি অজগর! বিমানবন্দর কর্মীরা চমকে গেলেন
Chennei: ব্যাগ ভর্তি অজগর! বিমানবন্দর কর্মীরা চমকে গেলেন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/05/Jalpaiguri-Python.jpg
ব্যাগে জমা কাপড় নয়। বরং বেরিয়ে আসল একগাদা সাপ। মঙ্গলবার চেন্নাই (Chennai) বিমানবন্দরে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে ১২টি পাইথন আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। অফিসাররা ব্যাঙ্কক থেকে আসা একটি যাত্রীকে আটকান। এবং ওই পুরুষ যাত্রীর লাগেজে তল্লাশি করেন। বিমানবন্দরের বিভাগীয় কর্মকর্তারা ব্যাঙ্কক থেকে ওই আসা ওই ব্যক্তিকে আটক করে। এবং তার কাছ থেকে ১১ টি বল পাইথন এবং ১টি নর্দার্ন হোয়াইট লিপড পাইথন উদ্ধার করে যা তার চেক-ইন ব্যাগেজে লুকিয়ে রাখা হয়েছিল। কাস্টমস অতিরিক্ত কমিশনার জানিয়েছে, গোটা বিষয়ে একটি তদন্ত চলছে। তবে বিমানবন্দরে এই বিরল প্রজাতির সাপ মেলার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে। এমন ঘটনা যেন ফের না ঘটে তার […]
আরও পড়ুন Chennei: ব্যাগ ভর্তি অজগর! বিমানবন্দর কর্মীরা চমকে গেলেন

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম