বিজয়কে প্রাক্তন পুত্রবধূ সামান্থার কথা জিজ্ঞাসা করলেন নাগার্জুন
বিজয়কে প্রাক্তন পুত্রবধূ সামান্থার কথা জিজ্ঞাসা করলেন নাগার্জুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Nagarjuna-Samantha.jpg
দক্ষিণের তারকা সামান্থা বলিউডেও তার কাজের সুনাম সর্বত্র। বিগত চার বছর ধরে সে অভিনেতা নাগার্জুনের পুত্রবধূ ছিলেন। তিনি গত বছরের ২১ অক্টোবর নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহ জীবনের সম্পর্কের বিচ্ছেদ করে। অভিনেত্রী বর্তমানে বিজয় দেবেরকোন্ডার পাশাপাশি কুশির সাফল্যে ব্যস্ত। সম্প্রতি প্রধান অভিনেতা নাগার্জুন দ্বারা আয়োজিত একটি রিয়েলিটি শো-এর সেটে এসেছিলেন। বিজয়কে সামান্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং কেন তিনি তার সঙ্গে আসেননি এই বিষয়েও শোনা হয়। আসন্ন পর্বের প্রোমোতে এটির একটি আভাস দেখানো হয়েছে। দর্শকরা দুজনের মধ্যে কী কথোপকথন উন্মোচিত হয়েছে সে সম্পর্কে আরও আগ্রহী রয়েছে। সামান্থা দক্ষিণের এক নামজাদা তারকা। যার ড্যান্স মুভ থেকে শুরু করে অভিনয়ে মুগ্ধ অনুগামীরা। […]
আরও পড়ুন বিজয়কে প্রাক্তন পুত্রবধূ সামান্থার কথা জিজ্ঞাসা করলেন নাগার্জুন

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম