শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

আজব মাছ! জন্মের সময় নারী, বয়স বাড়লেই পুরুষ

আজব মাছ! জন্মের সময় নারী, বয়স বাড়লেই পুরুষ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Fish.jpg
জন্মের সময় নারী থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষে পরিণত হয় এই অদ্ভুত মাছ। ব্যতিক্রমধর্মী এই মাছের নাম ফেয়ারি রাসে(Fairy Wrasse)। ন্যাশনাল ওশিয়ানক অ্যান্ড অ্যাটমস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, ভারত মহাসাগরের পূর্ব পশ্চিমে পাওয়া যায় এই রামধনু মাছ। এই মাছটি একদম ছোট আকৃতির উজ্জ্বল বেগুনি রংয়ের। মাথার অংশটির রং সূর্যের মতন। পাখনাতেও রংধনুর মতন বিভিন্ন ধরনের রং দেখা যায়। খুব সহজেই যে কারোর নজর কাড়বে এর বিশেষ সৌন্দর্য। মালদ্বীপের বিশেষ ফুলের নাম অনুসারে এই বিশেষ মাছের নাম রাখা হয়েছিল, রোজ ভিল্ড ফেয়ারি রাসে। বৈচিত্র্যময় সৌন্দর্যের জন্য নয় বরং আশ্চর্যময় শারীরিক বৈশিষ্ট্যের কারণে বর্তমানে প্রাণিবিজ্ঞানীদের গবেষণার অন্যতম কারণ হয়ে উঠেছে ফেয়ারি রাসে। […]


আরও পড়ুন আজব মাছ! জন্মের সময় নারী, বয়স বাড়লেই পুরুষ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম