Siliguri: বেঙ্গল সাফারির অতিথি ৩ শাবক, বাঘিনি রিকার উপর সিসিটিভি নজরদারি
Siliguri: বেঙ্গল সাফারির অতিথি ৩ শাবক, বাঘিনি রিকার উপর সিসিটিভি নজরদারি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/tiger.jpg
মা হল রিকা। আকাশে যখন মেঘের ডাক। প্রবল বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। এমন ভেজা ভাদ্র মাসে রিকা বাঘিনির তিনটি ছানা দেখা গেল। শিলিগুড়ি (Siliguri) বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ খুশি। ৫ বছর বয়সী রিকা প্রথমবার তিন সন্তানের জন্ম দিয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। রিকার তিন শাবক সুস্থ রয়েছে বলে জানান বনমন্ত্রী। তিনি বলে গত ১৯ আগস্ট তিন শাবকের জন্ম হয়েছে। তবে সংক্রমণের আশঙ্কায় এখন শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছেনা। সিসিটিভির মাধ্যমে চিকিৎসকরা নজরদারি চালাচ্ছেন। প্রসঙ্গত, গত মাসেই দুই সন্তানের জন্ম দিয়েছিল কিকা। জন্মের সময়ই এক সন্তানের মৃত্যু হয়। কিছু দিন বাদে আরও এক সন্তানের মৃত্যু হয়। যেকারণে এখন রিকার সন্তানদের […]
আরও পড়ুন Siliguri: বেঙ্গল সাফারির অতিথি ৩ শাবক, বাঘিনি রিকার উপর সিসিটিভি নজরদারি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম