Siliguri: গণপদত্যাগ রুখতে সুকান্তর অভিযান, বিভীষণের খোঁজে 'বিজেপির গোয়েন্দা'
Siliguri: গণপদত্যাগ রুখতে সুকান্তর অভিযান, বিভীষণের খোঁজে 'বিজেপির গোয়েন্দা'
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/02/bengal-BJP.jpg
উত্তরবঙ্গে বিজেপিতে চলছে বালী-সুগ্রীব লড়াই। দলটির অন্দরে গোষ্ঠিদ্বন্দ্বকে এমনইভাবে চিহ্নিত করা হয় শিলিগুড়ির (Siliguri) পদ্মফুল শিবিরে (BJP) ফের ভাঙন। দার্জিলিং জেলা কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিধায়ক। সাধারণ সম্পাদকের পদ থেকেও দিয়েছেন ইস্তফা। গণপদত্যাগ শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। পরিস্থিতি ঠেকাতে তড়িঘড়ি শিলিগুড়ি যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।২৮ আগস্ট শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে দুপক্ষকে নিয়েই বসবে বৈঠক। দার্জিলিংয়ের ৩০ জন নেতা পদত্যাগ করেছেন। এবার ধস নামল শিলিগুড়িতে। শীর্ষ নেতৃত্ব থেকে বারংবার বলা হয়েছে সংগঠনের দিকে জোর দিতে। সেখানে প্রতিনিয়ত নজরে আসছে একাধিক গোষ্ঠী কোন্দল। লোকসভা ভোটের আগে ভাঙছে জোট। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু তার পদ থেকে […]
আরও পড়ুন Siliguri: গণপদত্যাগ রুখতে সুকান্তর অভিযান, বিভীষণের খোঁজে 'বিজেপির গোয়েন্দা'
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম