সোমবার, ২১ আগস্ট, ২০২৩

Purba Bardhaman: খুন্না গ্রামে ৫০০ বছরের রীতি, মুসলিমরাও করেন মনসা আরধনা

Purba Bardhaman: খুন্না গ্রামে ৫০০ বছরের রীতি, মুসলিমরাও করেন মনসা আরধনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/bardhaman.jpg
মনসা পুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নজির গড়েছেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার ব্লকের খুন্না গ্রাম। প্রায় পাঁচশো বছরের ধর্মীয় রীতি মেনেই মুসলিম বাড়ি থেকে পুজো আসার পর শুরু হয় খুন্না গ্রামের এই মনসা পুজো। এই দিন মন্দির চত্বর জুড়ে সমাগম হয় বহু ভক্ত। সকাল থেকেই গ্রামের সমস্ত ধর্মাবলম্বী মানুষজন পুজো প্রাঙ্গণে মিলিত হয়। এবং এই দিন গোটা গ্রামবাসীরা অরন্ধন পালন করেন। গ্রামবাসীরা এই রীতিনীতি মেনে আসছে প্রায় ৫০০ বছর ধরে। কোনও বাড়িতে এদিন উনুনে রান্না হয় না। মা মনসার পুজো শেষের পরে প্রত্যেক বাড়িতে আগুন জ্বেলে রান্না বসানো হয়। ঐতিহাসিক এই ৫০০ বছরের পূজোকে কেন্দ্র করে আনন্দে […]


আরও পড়ুন Purba Bardhaman: খুন্না গ্রামে ৫০০ বছরের রীতি, মুসলিমরাও করেন মনসা আরধনা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম