সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

Manipur: কেন্দ্রীয় রক্ষীরা অসহায়, একাধিক বাড়িতে ফের আগুন ধরানোয় উত্তেজনা

Manipur: কেন্দ্রীয় রক্ষীরা অসহায়, একাধিক বাড়িতে ফের আগুন ধরানোয় উত্তেজনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/manipur-1.jpg
জাতিগত সংঘর্ষে ফের জ্বলছে (Manipur) মণিপুর। ইম্ফল পূর্ব জেলার নিউ লাম্বুলনে পাঁচটি বাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, যারা আগুন ধরিয়েছে সবাই স্থানীয় বাসিন্দা। আরও অভিযোগ, সিআরপিএফ রক্ষীদের সামনেই চলেছে হামলা। এলাকাবাসী বলছেন, নিউ লাম্বুলানে দিনভর অসংখ্য সিআরপিএফ কর্মী মোতায়েন রয়েছে। প্রধান সড়কে SSB মোতায়েন রয়েছে। কুকিরা ছাড়া এ ধরনের উচ্চ নিরাপত্তা এলাকায় প্রবেশের কোনো সুযোগ নেই। তাই এটা খুবই স্পষ্ট যে কুকিরা নিজেরাই আগুন লাগিয়েছিল যাতে এটি আশেপাশের অন্যান্য মেইতি বাড়িগুলিকে পুড়িয়ে ফেলতে পারে। এলাকাবাসী হুইড্রম মালিনী স্থানীয়রা নিউ চেকন বাজার মহিলা সমিতির চেয়ারপার্সন জানান,বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো সন্দেহজনক কাজের নিন্দা জানিয়ে আশেপাশের এলাকার লোকজন রাস্তায় […]


আরও পড়ুন Manipur: কেন্দ্রীয় রক্ষীরা অসহায়, একাধিক বাড়িতে ফের আগুন ধরানোয় উত্তেজনা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম