মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

Malda: পঞ্চায়েত সমিতিও বাম-কং জোট দখলে, মন্ত্রী তাজমূলের এলাকায় গোহারা তৃ়ণমূল

Malda: পঞ্চায়েত সমিতিও বাম-কং জোট দখলে, মন্ত্রী তাজমূলের এলাকায় গোহারা তৃ়ণমূল
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/left-cpm-cpim-congress-flag.jpg
গ্রাম পঞ্চায়েত বোর্ডে নিশ্চিহ্ন হয়েছিল তৃণমূল। এবার পঞ্চায়েত সমিতির বোর্ডেও বাম ও কংগ্রেস জোটের জয় হলো মালদার (Malda) হরিশচন্দ্রপুর-১ ব্লকে। মঙ্গলবার সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচন হয়। সভাপতি পদে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের হয়ে কংগ্রেসের তহমিনা খাতুন ১১-১০ ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহকারী সভাপতি পদে একই ব্যাবধানে জয়ী হয়েছেন সিপিআইএমের আব্দুল তাহের। হরিশচন্দ্রপুর রাজ্যের ক্ষুদ্র ও হোসিয়ারি শিল্পমন্ত্রী তাজমূল হোসেনের নিজের এলাকা। এখানেই গোহারা হারল শাসক দল তৃণমূল কংগ্রেস। হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির ২১ জন সদস্যের মধ্যে বাম-কংগ্রেস জোটের ১১ এবং তৃণমূল ১০ জন। হরিশচন্দ্রপুরের ৭টি গ্রাম পঞ্চায়েতের সবকটি বাম জোটের দখলে।  এদিন হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগে […]


আরও পড়ুন Malda: পঞ্চায়েত সমিতিও বাম-কং জোট দখলে, মন্ত্রী তাজমূলের এলাকায় গোহারা তৃ়ণমূল

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম