King Cobra: বিশাল শঙ্খচূড় চলে এসেছিল, তারপর শুরু সাপে-মানুষে টানাটানি
King Cobra: বিশাল শঙ্খচূড় চলে এসেছিল, তারপর শুরু সাপে-মানুষে টানাটানি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/king-cobra.jpg
ওই দেখা যায় লেজ, কালো কুচকুচে। জনবসতি এলাকায় একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার বিশালাকার শঙ্খচূড় (King Cobra)। এর পর শুরু সাপে মানুষে টানাটানি। রবিবার জলপাইগুড়ির চালসা মঙ্গলবাড়ি বস্তি এলাকার কাস্তুপাড়া থেকে ওই সাপকে উদ্ধার করেন চালসার সর্পপ্রেমী দিবস রাই। জানা গিয়েছে রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা একটি শঙ্কচূড়কে কালভার্টের নিচে দেখতে পায়। এরপরে হই হই রব শুরু হয় গোটা এলাকা জুড়ে। কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় সর্পপ্রেমী দিবসকে।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় হয় বহু মানুষের। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দিবসের চেষ্টায় উদ্ধার করা হয় সাপটি। জানা গিয়েছে সেটি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। ১২ ফুটের সাপটিকে দেখে রীতিমতো ভীত ও সন্ত্রস্ত […]
আরও পড়ুন King Cobra: বিশাল শঙ্খচূড় চলে এসেছিল, তারপর শুরু সাপে-মানুষে টানাটানি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম