কর্ণাটকে ভেঙে পড়ল DRDO ড্রোন, তীব্র চাঞ্চল্য এলাকায়
কর্ণাটকে ভেঙে পড়ল DRDO ড্রোন, তীব্র চাঞ্চল্য এলাকায়
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/DRDO-drone.jpg
শনিবার কর্ণাটকের চিত্রদুর্গায় একটি DRDO ড্রোন ভেঙে পড়ে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার তৈরি এই বিমানটি শনিবার গ্রামের একটি খামারে ভেঙে পড়ে। সরকারী সূত্রে জানা গেছে, এটি ছিল একটি মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি), অর্থাৎ এতে কোনো পাইলট বা ব্যক্তি বসে ছিলেন না। খবর অনুযায়ী, UAV (মানবিহীন এরিয়াল ভেহিকেল) বিমান TAPAS 07 A-14 হিরিউর তালুকের ভাদিকেরে গ্রামের বাইরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। সূত্রের খবর, দুর্ঘটনার সময় এই ড্রোনটি তার পরীক্ষামূলক ফ্লাইটে ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ডিআরডিও-র তরফে কেউ কোনও বিবৃতি দেয়নি। #WATCH | A Tapas drone being developed by the DRDO crashed today during a trial flight in […]
আরও পড়ুন কর্ণাটকে ভেঙে পড়ল DRDO ড্রোন, তীব্র চাঞ্চল্য এলাকায়
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম