শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

CBI আদালতে প্রশ্নের মুখে ইডি আইনজীবীরা

CBI আদালতে প্রশ্নের মুখে ইডি আইনজীবীরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/02/Enforcement-Directorate.jpg
আসানসোলের সিবিআই আদালতের কড়া প্রশ্নের মুখে অসহায় আত্মসমর্পণ ইডি আইনজীবীর। গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে আদালতের প্রশ্নের মুখে ইডি আইনজীবী। এখনো পর্যন্ত একটি চার্জশিট ও চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। জবাবে জানিয়েছেন সিবিআই আইনজীবী। গরূপাচার মামলায় কতজন সাক্ষী প্রশ্ন করে বিচারক। এখনো পর্যন্ত ৫০০ জনের সাক্ষী নেওয়া হয়েছে এমনই জানান ইডি আইনজীবী। ২৮ জুলাই ইডি আবেদন করেছিল যে, এই গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চায়। সেখানে ইডি ও সিবিআই একসঙ্গে কাজ করতে পারবে। আজ তার শুনানি ছিল। এই শুনানিতে ইডি আইনজীবীকে বিচারক সরাসরি প্রশ্ন করেন যে, একটি মামলা যখন ইডি তদন্ত করছে তখন সিবিআই কেনও সরাসরি ঢুকে পড়লেন। এর […]


আরও পড়ুন CBI আদালতে প্রশ্নের মুখে ইডি আইনজীবীরা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম