শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

কোটি কোটি গচ্ছিত টাকা লোপাট, সোনারপুরে জনতার হাহাকার-অবরোধ

কোটি কোটি গচ্ছিত টাকা লোপাট, সোনারপুরে জনতার হাহাকার-অবরোধ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/Sonarpur.jpg
১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ সোনারপুরের সমবায় সমিতির বিরুদ্ধে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতির বিরুদ্ধে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। সাধারণ গ্রামের মানুষজন যারা টাকা রেখেছিলেন সেই সব টাকা করা হয়েছে আত্মসাৎ। এই অভিযোগের ভিত্তিতে কামালগাছি থেকে বারুইপুর যাওয়ার রাস্তা অবরোধ করছে আর্থিক তছরুপের শিকার হওয়া সাধারণ মানুষেরা। তারা বারংবার একটা কথাই দাবি করে এলাকার ভিডিও সহ পুলিশ অফিসারদের জানিয়েছেন তাদের টাকা ফেরত চাই। এর সঙ্গেই তারা সমবায় সমিতিকে জানিয়েছে তবে কোথাও মেলেনি সুরাহা। সেই কারণেই আজ তারা প্রথমে সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং বর্তমানে তারা রাস্তা অবরোধ করেছে।


আরও পড়ুন কোটি কোটি গচ্ছিত টাকা লোপাট, সোনারপুরে জনতার হাহাকার-অবরোধ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম