চাঁদে নামতে মোদী-পুতিনের লড়াই, চন্দ্রযানের পাল্টা ছবি পাঠাল লুনা
চাঁদে নামতে মোদী-পুতিনের লড়াই, চন্দ্রযানের পাল্টা ছবি পাঠাল লুনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/Luna_moon.jpg
চন্দ্রযানের (chandrayaan 3) সাথে প্রতিযেগিতা। Remov চাঁদের ছবি পাঠাল রাশিয়ান লুনা ইসরো জানিয়েছে প্রোপালশন মডিউল থেকে বিছিন্ন হয়ে সুস্থ রয়েছে ল্যান্ডার বিক্রম। সেখান থেকে তার চোখে দেখা চাঁদের ছবি শেয়ার করেছে সে। বিক্রমকে টক্কর দিতে রাশিয়ার চন্দ্রযান লুনাও এবার চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা গেছে, চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি ক্রেটার (গর্ত) জিম্যান। উল্লেখ্য, পৃথিবী থেকে চাঁদের যে পৃষ্ঠটি দেখা যায় না, সেইখানে অবস্থান এই ক্রেটারের। চাঁদের এই অন্ধকার দিকটির অদেখা ছবি সামনে আনল রাশিয়ান নভোযান। পৃথিবীর সঙ্গে একই সময়ে ঘূর্ণন গতি থাকায়, চাঁদের একটি পিঠই পৃথিবী থেকে দেখা যায়। অপরদিকটি অন্ধকারেই থাকে। রাশিয়ার এই ছবিটি প্রকাশিত হওয়ার […]
আরও পড়ুন চাঁদে নামতে মোদী-পুতিনের লড়াই, চন্দ্রযানের পাল্টা ছবি পাঠাল লুনা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম