শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

একসঙ্গে তিন ফুটবলারকে বিদায় জানাল ইস্টবেঙ্গল

একসঙ্গে তিন ফুটবলারকে বিদায় জানাল ইস্টবেঙ্গল
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/09/Harmanjot-Singh-Khabra-Edwin-Sydney-Vanspaul-and-VP-Suhair.jpg
কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)৷ কান্তিরাভা স্টেডিয়ামে তাঁদের খেলতে হবে বেঙ্গালুরু এফসির বিপক্ষে। নিজেদের ঘরের মাঠে সুনীল ছেত্রীর দল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও নিজেদের সেরা একাদশ নামিয়ে জয় পাওয়ার লক্ষ্য থাকবে কার্লেস কুয়াদ্রাতের। সেইমতো গত কয়েকদিন ধরেই জোরকদমে দলকে অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ। এই প্রথম ম্যাচে গোলের জন্য সকলের বিশেষ নজর থাকবে ক্লেটন সিলভার পাশাপাশি দিমিত্রিওস ডায়মান্তাকসদের দিকে‌। এসবের মাঝেই একসাথে দলের তিন ফুটবলারকে বিদায় জানাল লাল-হলুদ ব্রিগেড। যাদের মধ্যে রয়েছেন হরমনজোৎ সিং খাবরা, এডউইন সিডনি ভ্যান্সপল এবং ভিপি সুহের। […]


আরও পড়ুন একসঙ্গে তিন ফুটবলারকে বিদায় জানাল ইস্টবেঙ্গল