মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

Digha: হাঁটুর বয়সী স্কুল পড়ুয়াকে নিয়ে দীঘায়, বাঙালি গৃহবধূর ঠাঁই হলো গারদে

Digha: হাঁটুর বয়সী স্কুল পড়ুয়াকে নিয়ে দীঘায়, বাঙালি গৃহবধূর ঠাঁই হলো গারদে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/07/jail.jpg
হাঁটুর বয়সী নবম শ্রেণীর পড়ুয়াকে নিয়ে দীঘায় গিয়ে বিপাকে পড়লেন বাঙালি গৃহবধূ। প্রথম বেশ কিছুদিন বহাল তবিয়তে চললেও তারপরেই সমস্যার সূত্রপাত। গচ্ছিত টাকা শেষ হয়ে যেতেই চরম বিপদে পড়ে দুই অসম বয়সী যুগল। স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, ওই যুবক কিছুদিন নাকি দীঘায় হোটেলে কাজও করেন হোটেল ভাড়ার টাকা মেটানোর জন্য তবুও বাড়িতে কাউকে কিছু জানায়নি। কিন্তু অবশেষে দ্বারস্থ হতে হয় বাড়ির লোকের কাছেই। ওই নাবালক পড়ুয়ার বাড়ির লোকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেষে গারদে ঠাঁই ওই বধূর। সূত্র মারফৎ জানা গিয়েছে, নবম শ্রেণির ছাত্রকে নিয়ে দিঘা গিয়েছিলেন ২৬ বছরের বধূ। বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা ওই নাবালক। তার বাবা […]


আরও পড়ুন Digha: হাঁটুর বয়সী স্কুল পড়ুয়াকে নিয়ে দীঘায়, বাঙালি গৃহবধূর ঠাঁই হলো গারদে

AIFF: ভিএআর প্রসঙ্গে এবার কী বলছেন কল্যাণ চৌবে? জানুন

AIFF: ভিএআর প্রসঙ্গে এবার কী বলছেন কল্যাণ চৌবে? জানুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/All-India-Football-Federation-president-Kalyan-Chaubey.jpg
বেশকিছু মরশুম ধরেই রেফারি সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। সেজন্য, বারংবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)। শাস্তি ও পেতে হয়েছে বেশ কিছু দলকে। তবে সেই সময় একাধিকবার নয়া প্রযুক্তির আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ফেডারেশন। গতবারের মতো এবারের আইএসএল মরশুমেও ম্যাচ রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা গিয়েছে জোর বিতর্ক। বিশেষ করে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে ভুগতে হয়েছে একাধিকবার। সবকিছু মাথায় রেখেই এই বছরের শুরু থেকেই নয়া প্রযুক্তির প্রস্তুতির জন্য যথেষ্ট তৎপর হয়ে ওঠে ভারতীয় ফুটবল ফেডারেশন। পাশাপাশি দেশীয় রেফারিদের জন্য বিশেষ ট্রায়ালের […]


আরও পড়ুন AIFF: ভিএআর প্রসঙ্গে এবার কী বলছেন কল্যাণ চৌবে? জানুন

ISL: গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে লাচেনপা, সফল হবেন বিশাল‌?

ISL: গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে লাচেনপা, সফল হবেন বিশাল‌?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/phurba-lachenpa.jpg
শেষ আইএসএল (ISL) মরশুমে সকলকে পিছনে ফেলে গোল্ডেন গ্লাভস জয় করেছিলেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কায়েথ। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হওয়ার আগেই এ খেতাব জয় করে ফেলেছিলেন সবুজ-মেরুনের এই ফুটবলার। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগ করেছিল বাকি ফুটবলারদের মধ্যে। পরবর্তীতে বেঙ্গালুরু এফসির মত শক্তিশালী দলকে হারিয়ে খেতাব জয় করে কলকাতা ময়দানের এই প্রধান দল। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সাফল্যের সেই ধারাই এবার বজায় থেকেছে নতুন সিজনে। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএলের এবারের শিল্ড এসেছে বাগান শিবিরে। এমনকি গতবারের মতো দল এবারও উঠেছে টুর্নামেন্টের ফাইনালে। যেখানে তাদের খেলতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে। এই ম্যাচের […]


আরও পড়ুন ISL: গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে লাচেনপা, সফল হবেন বিশাল‌?

http://img.youtube.com/vi/IxwME1tz0qs/0.jpg



আরও পড়ুন

ISL: ফাইনাল ম্যাচের আগে মোটিভেশনের কথা জানালেন দিমি, কী বলছেন এই ফুটবলার?

ISL: ফাইনাল ম্যাচের আগে মোটিভেশনের কথা জানালেন দিমি, কী বলছেন এই ফুটবলার?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Dimitri-Petratos-1.jpg
গতবারের মত এবারও ইন্ডিয়ান সুপার লিগের (ISL )ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। ওডিশা এফসির বিপক্ষে প্রথম সেমিফাইনালে এগিয়ে থেকে জয় না আসলেও দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে জয় সুনিশ্চিত করেছে শুভাশিস ব্রিগেড। আগামী ৪ঠা মে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচ খেলতে নামবে দল। তাদের লড়াই করতে হবে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে বঙ্গের ফুটবলপ্রেমীরা। গতকাল এফসি গোয়াকে হারিয়ে রাহুল ভেকের দল ফাইনালে ওঠার পর থেকেই এই ম্যাচের টিকিট নিয়ে প্রবল উন্মাদনা দেখা দেয় বাগান সমর্থকদের মধ্যে। আজ, মঙ্গলবার বিকেল থেকেই অনলাইন মাধ্যমে শুরু হয়েছে টিকিট বিক্রি। যেখানে দেড়শো টাকা থেকে শুরু করে প্রায় তিনশো […]


আরও পড়ুন ISL: ফাইনাল ম্যাচের আগে মোটিভেশনের কথা জানালেন দিমি, কী বলছেন এই ফুটবলার?

Mohun Bagan vs Mumbai City FC: নুন্যতম ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে আইএসএ ফাইনালের টিকিট

Mohun Bagan vs Mumbai City FC: নুন্যতম ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে আইএসএ ফাইনালের টিকিট
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Mohun-Bagan-vs-Mumbai-City-FC-2.jpg
সোমবার দ্বিতীয় লেগের সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমের ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই সিটি এফসি। ৪ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিতে ফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan)। ফাইনাল ম্যাচের জন্য শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া। আইএসএল আগেই ঘোষণা করেছিল যে ফাইনালটি লিগ টেবিলের শীর্ষে থাকা ফাইনালিস্টের হোম স্টেডিয়ামে খেলা হবে। ওড়িশা এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনাল জয়ের সাথে সাথে কলকাতা ফাইনালের ভেন্যু হিসাবে নিশ্চিত হয়েছিল। কারণ মেরিনার্স ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। মুম্বই সিটি এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের টক্কর চলেছে এবারের মরসুমের শুরু থেকে। মুম্বই সিটি এফসিকে পরাজিত করেই লিগ […]


আরও পড়ুন Mohun Bagan vs Mumbai City FC: নুন্যতম ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে আইএসএ ফাইনালের টিকিট

Samsung Galaxy-র আরেকটি শক্তিশালী ফোন শীঘ্রই আসছে! চার্জিং সংক্রান্ত বিশেষ বিষয় প্রকাশ্যে এল!

Samsung Galaxy-র আরেকটি শক্তিশালী ফোন শীঘ্রই আসছে! চার্জিং সংক্রান্ত বিশেষ বিষয় প্রকাশ্যে এল!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Samsung-Galaxy-F55.jpg
Samsung Galaxy F55 5G, Galaxy C55 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই ফোনটি এই মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল। Samsung Galaxy C55 পেয়েছে Snapdragon 7 Gen 1 SoC, একটি হোল-পাঞ্চ AMOLED প্লাস ডিসপ্লে। এটিতে একটি 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং 45W তারযুক্ত দ্রুত চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। বিশেষ বিষয় হল এটি চামড়ার ব্যাক প্যানেলের সাথে আসে। এখন কোম্পানি ভারতে Galaxy F55 5G লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। Samsung India X-এ একটি পোস্টে নিশ্চিত করেছে যে Samsung Galaxy F55 5G শীঘ্রই ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ভেগান লেদার ফিনিশ সহ দেশে লঞ্চ হবে। […]


আরও পড়ুন Samsung Galaxy-র আরেকটি শক্তিশালী ফোন শীঘ্রই আসছে! চার্জিং সংক্রান্ত বিশেষ বিষয় প্রকাশ্যে এল!

T20 World Cup: বিশ্বকাপে খেলবেন KKR-এর ফিল সল্ট, দেখে নিন ইংল্যান্ডের স্কোয়াড

T20 World Cup: বিশ্বকাপে খেলবেন KKR-এর ফিল সল্ট, দেখে নিন ইংল্যান্ডের স্কোয়াড
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/England-Squad-for-T20-World-Cup.jpg
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড দলে ফিরেছেন বিপজ্জনক পেসার জোফরা আর্চার।  প্রায় এক বছর পর দলে জায়গা করে নিয়েছেন জোফরা। দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন আর্চার। এছাড়া দলে রাখা হয়েছে ক্রিস জর্ডানকেও। খাতায় কলমে ইংল্যান্ডের ব্যাটিংকে বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ণাম জশ বাটলার, উইল জ্যাক, ফিল সল্ট ও জনি বেয়ারস্টো। এই ব্যাটসম্যানরা বর্তমানে আইপিএল ২০২৪-এ ভালো ফর্মে রয়েছেন, রান পাচ্ছেন। বেন স্টোকস ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব জশ বাটলারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া […]


আরও পড়ুন T20 World Cup: বিশ্বকাপে খেলবেন KKR-এর ফিল সল্ট, দেখে নিন ইংল্যান্ডের স্কোয়াড

Fast bowler returns as England name their squad for the ICC Men’s #T20WorldCup 2024. Details 👇 https://t.co/XcxtwTnNPM — ICC (@ICC) April 30, 2024


আরও পড়ুন

T20 World Cup: বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারত, হার্দিক সহ-অধিনায়ক

T20 World Cup: বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারত, হার্দিক সহ-অধিনায়ক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/T20-World-Cup-India-squad-announcemen.jpg
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আইপিএল ২০২৪-এর ঠিক পরেই শুরু হবে টুর্নামেন্ট। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। স্কোয়াডে ফিরেছেন ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। একই সঙ্গে এই দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও শিবম দুবে-ও। গত ১১ বছর ধরে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। অন্যদিকে ২০০৭ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ […]


আরও পড়ুন T20 World Cup: বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারত, হার্দিক সহ-অধিনায়ক

Abhishek Banerjee: ‘অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, আর...’, চাঞ্চল্যকর মন্তব্য কুণালের

Abhishek Banerjee: ‘অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, আর...’, চাঞ্চল্যকর মন্তব্য কুণালের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Abhishek-Kunal.jpg
লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একযোগে আক্রমণ করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, মমতাদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো চান। শাহর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। আর সেটা হবেন জনতার রায় মাথায় নিয়ে। ২০২৩ সালের ডিসেম্বর মাসেও অভিষেক মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা নিয়ে মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। সেই সময় কুণাল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন হয়ে তৃণমূল লড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন। তার পরে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক […]


আরও পড়ুন Abhishek Banerjee: ‘অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, আর...’, চাঞ্চল্যকর মন্তব্য কুণালের

Sprinkler Fan: এই গরমে ব্যবহার করুন বিশেষ ধরণের ফ্যান, পাওয়া যাবে Amazon-এ

Sprinkler Fan: এই গরমে ব্যবহার করুন বিশেষ ধরণের ফ্যান, পাওয়া যাবে Amazon-এ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/sprinkler-fan.jpg
Sprinkler Fan: আর্দ্রতার কারণে গ্রীষ্মের মরসুমে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়। আর্দ্রতার কারণে সাধারণ কুলার ফ্যানগুলো কাজ করা বন্ধ করে দেয়। তবে আর্দ্রতার সঙ্গে লড়াই করার জন্য বাজারে একটি বিশেষ পাখা পাওয়া যায়। আপনিও যদি গ্রীষ্মের মরসুমটি খুব মজা করে কাটাতে চান, তবে আজ আমরা আপনাকে এই ফ্যান (Water Mist fan) সম্পর্কে বলতে যাচ্ছি। বিকল্প কী আমরা যে বিকল্পটির কথা বলছি তাকে আসলে স্প্রিঙ্কলার ফ্যান (Sprinkler Fan) বলা হয়, যা আপনি গ্রীষ্মকালে কিনতে এবং ব্যবহার করতে পারেন। জল স্প্রিংকলার ফ্যান বাতাস এবং জলের স্প্রেকে একত্রিত করে আপনাকে শীতল বাতাস দেয়। এটি একই ফ্যান যা আপনি বিবাহ বা পার্টিতে দেখেছেন। জল […]


আরও পড়ুন Sprinkler Fan: এই গরমে ব্যবহার করুন বিশেষ ধরণের ফ্যান, পাওয়া যাবে Amazon-এ

গুগল মিটের নতুন ফিচার আপনার জন্য, বসকে ফাঁকি দিতে পারবেন সহজেই

গুগল মিটের নতুন ফিচার আপনার জন্য, বসকে ফাঁকি দিতে পারবেন সহজেই
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Google-Meet.jpg
বাড়ি থেকে কাজের যুগে মিটিং-এর প্রবণতা বেড়েছে। দিনের শুরুতে এবং দিনের শেষে মিটিং নির্ধারিত হয়। অনেক সময় ইচ্ছাকৃতভাবে সভা স্থগিত করা হয় যাতে কর্মচারী কোথাও বেড়াতে না যায়। এ কারণেই অফিসিয়াল ল্যাপটপে মিটিং হয়। কিন্তু Google Meet-এ একটি নতুন ফিচার দেওয়া হয়েছে, যার কারণে মিটিং কানেক্ট করার পর আপনাকে ল্যাপটপে আটকে থাকতে হবে না। বস আপনার চতুরতা ধরতে পারবে না আসলে, Google Meet-এ ভিডিও কল ট্রান্সফার ফিচার চালু করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ভিডিও কলে কানেক্ট না করেই কলটি অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। এর মাধ্যমে, আপনার বস জানতে পারবেন না যে আপনি ল্যাপটপের সাথে সংযুক্ত নন। এভাবে আপনি অন্যান্য কাজ […]


আরও পড়ুন গুগল মিটের নতুন ফিচার আপনার জন্য, বসকে ফাঁকি দিতে পারবেন সহজেই

(adsbygoogle = window.adsbygoogle || []).push();

#WATCH | Saharanpur, UP: On NDA's '400 paar' slogan, Congress leader Priyanka Gandhi Vadra says "…If such an election is conducted in the country where there is no 'gadbadi' in the EVM, then they will not win more than 180 seats…The basis on which they are saying they will… pic.twitter.com/mKCbufTpBS — ANI (@ANI) April 17, 2024    




(adsbygoogle = window.adsbygoogle || []).push();




   
       window.unibots = window.unibots || cmd: [] ;
       unibots.cmd.push(function() unibotsPlayer("kolkata24x7.in_1700635723592") );
   




window._taboola = window._taboola || [];
_taboola.push(
mode: 'thumbnails-m',
container: 'taboola-mid-article-thumbnails',
placement: 'Mid Article Thumbnails',
target_type: 'mix'
);





আরও পড়ুন

(adsbygoogle = window.adsbygoogle || []).push();

টিটাগড় থেকে ভিন রাজ্যে সাইবার-জালিয়াতি, ধৃত ৬ ঘাঁটি বাংলায়, কিন্তু নিশানায় তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। সহজ প্রক্রিয়ায় জালিয়াতি। দুই রাজ্যেই বেছে বেছে বিশেষ একটি অনলাইন বিপণির গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা, তাঁদের বাইক বা গাড়ি জেতার লোভ দেখানো, ..(১/৪) — West Bengal Police (@WBPolice) April 19, 2024    




(adsbygoogle = window.adsbygoogle || []).push();




   
       window.unibots = window.unibots || cmd: [] ;
       unibots.cmd.push(function() unibotsPlayer("kolkata24x7.in_1700635723592") );
   




window._taboola = window._taboola || [];
_taboola.push(
mode: 'thumbnails-m',
container: 'taboola-mid-article-thumbnails',
placement: 'Mid Article Thumbnails',
target_type: 'mix'
);





আরও পড়ুন

Heat wave:কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু, সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

Heat wave:কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু, সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/06/Mexico-Heat-Wave.jpg
কলকাতার বুকে হিট স্ট্রোকে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। সূত্র মারফৎ জানা গিয়েছে কলকাতার বুকে এক ২৬ বছরের যুবকের মৃত্যু ঘটেছে। এই বছর প্রথম হিট স্ট্রোকে মৃত্যুর খবর এই প্রথম।  এমনিতেই মঙ্গলবার তীব্র দহনজ্বালার পূর্বাভাস ছিল। সেইমতো এইদিন কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। ফাইল লাইক মনে হয়েছে ৪৭! গত পঞ্চাশ বছরে এটা রেকর্ড গরমের এপ্রিল বলে মনে করা হচ্ছে। সেই মোতাবেক বারবার সকলকে সতর্ক করা হয়েছে যে এই গরমে কেউ যেন দরকার না ছাড়া বাইরে না বেরোয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন রানা। তিনি বাগুইআটির বাসিন্দা। সোমবার দুপুরে কোনও এক বিশেষ কাজে মধ্য কলকাতায় গিয়েছিলেন তিনি। রাস্তার মাঝেই আচমকা […]


আরও পড়ুন Heat wave:কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু, সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

Mamata Banerjee: ‘নির্বাচন কমিশন থেকে বিজেপি খবর পেয়েছে...’, এ কী বললেন মমতা?

Mamata Banerjee: ‘নির্বাচন কমিশন থেকে বিজেপি খবর পেয়েছে...’, এ কী বললেন মমতা?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Mamata-Banerjee-3.jpg
মালদহে ভোটপ্রচারে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, প্রথম দু’দফার ভোটের পরই ভয় পেয়ে গিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছ থেকে বিজেপি খবর পেয়েছে, ভোট কমে গিয়েছে। তাই ওরা খুব ভয় পাচ্ছে। ভয়ে বিজেপির বুক দুরদুর করছে। মোদীবাবুর নামে আর ভোট হচ্ছে না। তাই এখন গলাবাজিও কমে এসেছে। এর আগে গতকাল জঙ্গিপুরের সভা থেকেও মমতা একই ধরনের মন্তব্য করেন। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মুম্বই, মুম্বই থেকে বিহার, বিহার থেকে কেরল, কেরল থেকে বাংলা, সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে। আর আজ মালদহের […]


আরও পড়ুন Mamata Banerjee: ‘নির্বাচন কমিশন থেকে বিজেপি খবর পেয়েছে...’, এ কী বললেন মমতা?

Toy train accident: দার্জিলিঙে ট্রয় ট্রেন দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত গাড়ি

Toy train accident: দার্জিলিঙে ট্রয় ট্রেন দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত গাড়ি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Toy-train.jpg
দার্জিলিঙে টয় ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরের টয় ট্রেন ধাক্কা মারে একটি যাত্রীবাহী গাড়িকে। গাড়িটি দুমড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘুম থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই পর্যটক বোঝাই এক চার চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে টয় ট্রেন। যদিও এই ঘটনায় কারুর প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে।  তবে এই দুর্ঘটনার খবর প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফের একবার ট্রয় ট্রেনের দুর্ঘটনা যাত্রী সুরক্ষার বিষয়কে প্রশ্ন চিহ্নের সম্মুখীন করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটি দার্জিলিঙ-শিলিগুড়ি এলাকার কোনও গাড়ি ছিল না। দুমড়ে যাওয়া গাড়িটিতে দিল্লির নম্বর প্লেট রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দিল্লির ওই গাড়িটিতে যে পর্যটকরা […]


আরও পড়ুন Toy train accident: দার্জিলিঙে ট্রয় ট্রেন দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত গাড়ি

Rain Alert: কলকাতায় সর্বোচ্চ রেকর্ড ৪৩ ডিগ্রি, রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা বাংলায়

Rain Alert: কলকাতায় সর্বোচ্চ রেকর্ড ৪৩ ডিগ্রি, রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা বাংলায়
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/weather-2.jpg
  অবশেষে বৃষ্টি (Rain Alert) নিয়ে বাংলার উদ্দেশ্যে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া অফিস। আগামী রবিবার থেকে বদল ঘটবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। বৃষ্টি সেইসঙ্গে দমকা হাওয়ার সাক্ষী থাকতে চলেছে সমগ্র বাংলা বলে খবর। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন গরম ও শুষ্ক আবহাওয়া বাংলাজুড়ে বিরাজ করবে বলে খবর। যদিও এই রবিবার উপকূল সহ ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সোমবার থেকে সমগ্র বাংলাজুড়ে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস জারি করা হল আলিপুরের তরফে। কমবে তাপমাত্রাও। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ৫ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। যদিও সোমবার ও […]


আরও পড়ুন Rain Alert: কলকাতায় সর্বোচ্চ রেকর্ড ৪৩ ডিগ্রি, রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা বাংলায়

ব্যবসায় তহবিল বৃদ্ধি করল সেনসেক্স, নিফটির মতো বিশ্বব্যাপী বাণিজ্য সংস্থাগুলি

ব্যবসায় তহবিল বৃদ্ধি করল সেনসেক্স, নিফটির মতো বিশ্বব্যাপী বাণিজ্য সংস্থাগুলি
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/01/sensex.jpg
ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি মঙ্গলবারের শুরুর বাণিজ্যে তাদের সমাবেশ বাড়িয়েছে, বৈশ্বিক বাজারে আশাবাদী এবং নতুন বৈদেশিক তহবিল প্রবাহের পরে। সেনসেক্স এর সকালের লেনদেনে 152.31 পয়েন্ট বেড়ে 74,823.59 এ পৌঁছেছে। NSE নিফটি 52.9 পয়েন্ট বেড়ে 22,696.30 এ গেছে। সেনসেক্স এর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, টাটা মোটরস, আল্ট্রাটেক সিমেন্ট, এইচসিএল টেকনোলজিস এবং নেসলে প্রধান লাভকারী ছিল। ভারতী এয়ারটেল, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিছিয়ে ছিল।এশিয়ান বাজারগুলিতে, সিউল, টোকিও এবং হংকং ইতিবাচক অঞ্চলে উদ্ধৃত ছিল যখন সাংহাই কম ব্যবসা করেছে। ওয়াল স্ট্রিট সোমবার ভালো লাভ করেছে। “আজ, FIIs (বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী) এবং DIIs (দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের) দ্বারা নেট কেনা, WTI […]


আরও পড়ুন ব্যবসায় তহবিল বৃদ্ধি করল সেনসেক্স, নিফটির মতো বিশ্বব্যাপী বাণিজ্য সংস্থাগুলি

Congress: ভোটের মধ্যেই বিরাট ভাঙন! কংগ্রেসে ছেড়ে বিজেপিতে ৬ বারের বিধায়ক

Congress: ভোটের মধ্যেই বিরাট ভাঙন! কংগ্রেসে ছেড়ে বিজেপিতে ৬ বারের বিধায়ক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Congress-3.jpg
লোকসভা ভোটের মধ্যে বিরাট ভাঙন কংগ্রেসে (Congress)। মাথায় হাত সনিয়া-রাহুলের। ‘হাত’ দল ছাড়লেন ৬ বারের বিধায়ক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের। আজ, মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী তথা ৬ বারের কংগ্রেস বিধায়ক রমনিবাস রাওয়াত বিজেপিতে যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের উপস্থিতিতে শেওপুরে এক বিশাল সমাবেশে বিজেপিতে যোগ দেন রাওয়াত। তাৎপর্যপূর্ণ ভাবে যখন রাওয়াত ‘হাত’ ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান, সেই সময় মধ্যপ্রদেশে ভিন্দ জেলায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল গান্ধী। স্বভাবতই এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস শিবির। যদিও এই দলবদলের ঘটনাকে আমল নারাক তারা। প্রদেশ কংগ্রেস সাফ জানিয়ে […]


আরও পড়ুন Congress: ভোটের মধ্যেই বিরাট ভাঙন! কংগ্রেসে ছেড়ে বিজেপিতে ৬ বারের বিধায়ক

স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট, Flipkart-Amazon এ আসছে বিগ সেভিংস ডে

স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট, Flipkart-Amazon এ আসছে বিগ সেভিংস ডে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/iPhone-smartphone.jpg
Flipkart-এর Big Saving Days সেল ঘোষণা করা হয়েছে। এটি 3রা মে থেকে শুরু হচ্ছে, যা 9ই মে 2024 পর্যন্ত চলবে। এর আগে অ্যামাজন গ্রেট সামার ডেস সেল ঘোষণা করেছিল। Amazon-এর এই সেল 2 মে থেকে শুরু হচ্ছে, যা 9 মে পর্যন্ত চলবে। আমরা আপনাকে বলি যে অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয়ই শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট, যেখানে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ কেনার উপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এমতাবস্থায় বলা যায়, মে মাসেই আসছে সস্তা স্মার্টফোনসহ ইলেকট্রনিক ডিভাইস কেনার মরশুম। সস্তায় এসব ডিভাইস কেনার সুযোগ থাকবে Flipkart বিক্রয়ে, আপনি 27,999 টাকা ছাড় সহ Motorola Edge 50 Pro কিনতে সক্ষম হবেন, যেখানে Moto Edge 40 […]


আরও পড়ুন স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট, Flipkart-Amazon এ আসছে বিগ সেভিংস ডে

Defence: 2023 সালে চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী ভারত

Defence: 2023 সালে চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী ভারত
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Indian-Army-1.jpg
Defence: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে 83.6 বিলিয়ন ডলারের সামরিক ব্যয় করে, 2023 সালে ভারত বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ব্যয়কারী ছিল(fourth largest spender)। রিপোর্টে বলা হয়েছে এটি বাড়তে থাকা কর্মী এবং অপারেশন খরচের ফলাফল যা মোট সামরিক বাজেটের প্রায় 80 শতাংশ। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়া বিশ্বব্যাপী শীর্ষ তিন সামরিক ব্যয়কারী হিসাবে রয়েছে, যার পরে রয়েছে ভারত এবং সৌদি আরবের স্থান। প্রতিবেদন অনুসারে, ভারতীয় ব্যয় 2022 থেকে 4.2 শতাংশ এবং 2014 থেকে 44 শতাংশ বেড়েছে। রিপোর্টে বলা হয়েছে যে বাড়তে থাকা কর্মী এবং অপারেশন খরচের কারণে ব্যয় বৃদ্ধি […]


আরও পড়ুন Defence: 2023 সালে চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী ভারত

Bank Closed: ১ মে সব কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন এক ক্লিকেই

Bank Closed: ১ মে সব কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন এক ক্লিকেই
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/bank-closed-1.jpg
আগামীকাল বুধবার থেকে নতুন মাস পরে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল হল ১মে। সকলের প্রশ্ন, আগামীকাল কি সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Closed)? ১মে মানেই হল সকলে জানেন শ্রমিক দিবস। তবে অনেকেই হয়তো জানেন না যে ১মে মহারাষ্ট্র দিবস হিসাবে পালিত হয়। এটি ১৯৬০ সালের সেই দিনটিকে চিহ্নিত করে যখন ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠনের পরে আনুষ্ঠানিকভাবে রাজ্য গঠন করা হয়েছিল। পয়লা মে শ্রমিক দিবস হিসাবেও পালন করা হয়, শ্রমিকদের অবদানকে সম্মান জানাতে এই বিশেষ দিনটি পালন করা হয়। এটি শ্রমিকদের অধিকার এবং সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ন্যায্য মজুরি, আরও ভাল কাজের পরিবেশ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য চলমান সংগ্রামকে তুলে ধরার দিন। […]


আরও পড়ুন Bank Closed: ১ মে সব কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন এক ক্লিকেই