Manipur: মণিপুরে জওয়ান-জঙ্গি গুলির লড়াই, কমান্ডো ব্যারাকে বিস্ফোরণ
Manipur: মণিপুরে জওয়ান-জঙ্গি গুলির লড়াই, কমান্ডো ব্যারাকে বিস্ফোরণ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Manipur-3.jpg
বর্ষবরণের রাতে জওয়ান-জঙ্গি গুলির লড়াইয়ে তীব্র আতঙ্কিত মণিপুরের (Manipur) মোরে শহরবাসী। জীবন বাঁচাতে বিকেল থেকেই পাথর ও বড় দেয়ালের পিছনে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। ভারত-মায়ানমার সীমান্তের মোরে শহরের পরিস্থিতি খুবই খারাপ। সীমান্তের অন্যপাশে মায়ানমারের টামু শহরেও আতঙ্কিত জনগণ। মোরে ও টামুর মধ্যে ভারতীয়-বর্মীদের রোজকার যাতায়াত হয়। শনিবার থেকে দফায় দফায় জঙ্গিদের সাথে অসম রাইফেলস ও মণিপুর পুলিশের গুলির লড়াইয়ে জনজীবন বিপর্যস্ত। বর্ষবরণের রাতে অর্থাত রবিবারও চলেছে জঙ্গিদের সাথে জওয়ানদের বন্দুকযুদ্ধ। News Live জানাচ্ছে মোরে শহরের একটি কমান্ডো ব্যারাক ঘিরে ধরে জঙ্গিরা। তাদের গ্রেনেড হামলায় ব্যারাকের ভিতর বিস্ফোরণ হয়। হাটহাজারীরা কুকি উপজাতির সশস্ত্র গোষ্ঠী বলে দাবি করা হয়েছে। PTI জানাচ্ছে, শনিবার বিকেল […]
আরও পড়ুন Manipur: মণিপুরে জওয়ান-জঙ্গি গুলির লড়াই, কমান্ডো ব্যারাকে বিস্ফোরণ